ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপিই বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
‘বিএনপিই বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না’

কুষ্টিয়া: বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, তারা নিজেরাই আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া সাকির্ট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন।

সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি। এ ব্যাপারে প্রচারণা ভ্রান্ত।

বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, আদালতের একটা রায়ে উল্লাস প্রকাশ করে তারা মিষ্টি খায়, আরেকটা রায়ে বিক্ষোভ প্রকাশ করে। মূলত তারাই আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।