ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শালিখায় মিছিল থেকে বিএনপির পাঁচ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, অক্টোবর ১৪, ২০১৭
শালিখায় মিছিল থেকে বিএনপির পাঁচ নেতাকর্মী আটক

মাগুরা: মাগুরার শালিখায় মিছিল থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার সদর আড়পাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। আটক পাঁচ নেতাকর্মীর নাম জানা যায়নি।

শালিখা উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন টুকু বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও মাগুরার সাবেক এমপি কাজী কামালের মুক্তির দাবিতে আড়পাড়া বাজারে বিএনপি মিছিল বের করে। এসময় পুলিশ মিছিল করতে বাধা দেয়। পরে সেখান থেকে পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শালিখায় বিএনপির মিছিল থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এনটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।