ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেরোবি ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
বেরোবি ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া বেরোবি ছাত্রদলের মিছিল

বেরোবি (রংপুর): বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে পুলিশের ধাওয়ায়।

শনিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন চকবাজার এলাকায় মিছিলটি বের করে বেরোবি ছাত্রদল। এ সময় পুলিশ  আফছার আলী নামে একজনকে আটক করে।

আটক আফসার আলী নগরীর সাজাপুর এলাকার ইসহাক মিয়ার পুত্র বলে পুলিশ সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করবে এমন তথ্যের ভিত্তিতে তাদের ঠেকাতে শনিবার  সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে অবস্থান নেয়।

দুপুর দেড়টার দিকে বেরোবি ছাত্রদলের ব্যানারে চকবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়।   খবর পেয়ে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় আফসার আলীকে আটক করে পুলিশ।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটক আফসারের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।