ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গোদাগাড়ীতে পিস্তলসহ জামায়াতের রোকন আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৪, অক্টোবর ১৫, ২০১৭
গোদাগাড়ীতে পিস্তলসহ জামায়াতের রোকন আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের নিজ বাড়ি থেকে ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুল আজিজ হামীমকে পিস্তলসহ আটক করা হয়েছে। 

শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের সময় তার কাছে থেকে একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

রোববার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে জামায়াত নেতা আব্দুল আজিজের বাড়িতে অভিযান চালায়।  

এ সময় তার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়।

তাকে গোদাগাড়ী থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।