ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, নভেম্বর ২৭, ২০১৭
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল কারাগারে

ঢাকা: রাজধানীর পল্টন থানার দুই মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৭ নভেম্বর) নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার আলাদা দুই মামলায় আটদিনের রিমান্ড শেষে আকরামুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মজিবর রহমান।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলামের আদালত আকরামুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

গত ১৮ নভেম্বর বিস্ফোরক আইনের মামলায় পাঁচদিন এবং একই থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই।  

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ ছাত্র ফোরামের একটি অনুষ্ঠানে অংশ নেন আকরামুল। ফেরার পথে পল্টন মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।