ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীর বিচার শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ঝালকাঠিতে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীর বিচার শুরু

ঝালকাঠি: ঝালকাঠিতে বাস পোড়ানোর মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল হাইসহ ৮ নেতাকর্মীর বিচার শুরু হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা ওই মামলায় বুধবার (২৯ নভেম্বর) ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক অভিযোগ গঠনের আদেশ প্রদান করে আগামী বছরের ১ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জানুয়ারি রাতে ঝালকাঠি পৌর শহরের সুতালড়ি সেতুর ওপর মেহেদী এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ও পৌর জামায়াতের আমির আবদুল হাইসহ ৯ জনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) আসিকুল ইসলাম।

মামলাটি তদন্ত শেষে এসআই আবুল কালাম আজাদ ওই বছরের ৩১ জানুয়ারি আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।