ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, নভেম্বর ৩০, ২০১৭
খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মিছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিল/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাৎক্ষণিকভাবে এ বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা।  

ঢাকা মহানগর দক্ষিণের মিছিলটি হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে বের হয়ে বঙ্গবাজার এলাকা প্রদক্ষিণ করে।

দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল বাশারসহ দলের নেতাকর্মীরা।

গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।