ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশ ন্যাপের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, ডিসেম্বর ১, ২০১৭
আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশ ন্যাপের শোক মেয়র আনিসুল হক (বাংলানিউজ, ফাইল ছবি)

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শুক্রবার (০১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া শোকবার্তায় আনিসুল হকের রূহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
তারা বলেন, আনিসুল হক চলে গেলেন।

একজন সফল মানুষ ছিলেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও স্পষ্ট কথা ও সদা হাসি মুখের এই মানুষটি নিজ গুণেই মানুষের মনে স্থান করে নিয়েছিলেন।
 
মেয়র আনিসুল হকের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম ও সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।