ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে যুবলীগের ডাকা হরতাল পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, ডিসেম্বর ৭, ২০১৭
রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে যুবলীগের ডাকা হরতাল পালিত

রাঙামাটি: রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাসেল মার্মাকে শারীরিকভাবে নির্যাতন করার প্রতিবাদে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে যুবলীগের ডাকা হরতাল পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা এক দিনের এ হরতাল ডাকা হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

এদিকে, সকাল থেকে দূর পাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

নৌযান চলাচলও বন্ধ ছিল। সরকারি অফিস-আদালত খোলা থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বাংলানিউজকে বলেন, আমাদের হরতালের কর্মসূচি আপাতত শেষ। জেলা আওয়ামী লীগের সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

৫ ডিসেম্বর সন্ধ্যায় রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। অপরদিকে একইদিনে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাসেল মার্মাকে শারীরিকভাবে নির্যাতন করে একদল দুর্বৃত্ত। এ ঘটনার প্রতিবাদে ৬ ডিসেম্বর রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। সমাবেশ থেকে জেলা যুবলীগের পক্ষ থেকে রাঙামাটিতে ৭ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।