বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।
তিনি বলেন, জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে মারধরের প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগ এমন সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি বলেন, যতদিন আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের গ্রেফতার করা হবে না- ততদিন তাদের এ উপজেলায় সরকারি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমএইউ/