ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে বর্তমান প্রজন্ম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, ডিসেম্বর ৯, ২০১৭
মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে বর্তমান প্রজন্ম ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ শীর্ষক মতবিনিময় সভায় মজিবর রহমান সরোয়ার/ছবি: বাংলানিউজ

বরিশাল: এদেশের মানুষ যে স্বপ্ন বুকে নিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন আজও হয়নি। ৪৬ বছর আগের থেকে এখন লুটেরার সংখ্যা বেড়েছে। স্বাধীনতা মূল মন্ত্র গণতন্ত্র। সেই গণতন্ত্রকে রুদ্ধ করা হচ্ছে। বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে। 

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ শীর্ষক মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের আন্দোলন সংগ্রামের জন্য বঙ্গবন্ধু ভাষণ অনেক গুরুত্বপূর্ণ ছিল।

 

এসময় তিনি ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত ও অসহায়, দরিদ্র, অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক নলছিটি থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনোয়ার হোসেন সিকদার, মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী খান, মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।