ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপি-যুবদলের ১০ নেতাকর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, ডিসেম্বর ১০, ২০১৭
নারায়ণগঞ্জে বিএনপি-যুবদলের ১০ নেতাকর্মীর জামিন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নাশকতার মামলায় বিএনপির সহ-সভাপতি শাহ আলম ও যুবদলের আটজনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শাহ আলম ও যুবদলের নেতাকর্মীরা শহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে উচ্চ আদালতের নির্দেশে আদালত তা মঞ্জুর করেন।

উচ্চ আদালত থেকে ১২ তারিখ পর্যন্ত জামিনে থাকলেও দু’দিন আগেই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন শাহ আলম।

এ মামলার চার্জশিট থেকে তিনিসহ ১৯ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জামিনপ্রাপ্তরা হলেন- জেলা যুবদল নেতা শহিদুর রহমান স্বপন, কামরুজ্জামান, সায়েম, লুতফর, মোক্তার, মোমেন মোল্লা, নজরুল ইসলাম ও শফিকুল ইসলাম।

শাহ আলমের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, শাহ আলমকে আগামী ২০ তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।  

শাহ আলমের শুনানিতে আরো অংশ নেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মো. জাকির হোসেন, খোরশেদ আলম মোল্লা, আবু আল ইউসুফ খান টিপু, মশিউর রহমান শাহীন, আজিজুল হক হান্টু, সালাহউদ্দীন সবুজ, আনোয়ার প্রধান, জিল্লুর রহমান মুকুল, মো. মাহমুদুল হক আলমগীর, মাসুদা বেগম শম্পা, আজিজ আল মামুন, শরিফুল ইসলাম শিপলু, সুমন মিয়া, তারিকুল ইসলাম বুলবুল, আল আমিন সিদ্দিকী আগুন, মতিউর রহমান মতিন, মোজাম্মেল হক শিপলু,  ইউনুস মিয়া প্রমুখ।

যুবদলের নেতাকর্মীদের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুম।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।