ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশালে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশি বাধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, ডিসেম্বর ১০, ২০১৭
বরিশালে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশি বাধা স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা

বরিশাল: স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে বের হওয়া  স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে নগরের সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি অশ্বিনী কুমার হল চত্বর থেকে সদররোডে উঠতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে গেলে মিছিলটি পণ্ড হয়ে যায়।

মিছিলের আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে বক্তব্য রাখেন- কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দল নেতা এ কে এম শহীদুল ইসলাম, মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন প্রমুখ।  

এসময় বক্তারা আব্দুল কাদের ভুঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।  

অপরদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল বিএনপি। রোববার বেলা ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-  বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আক্তার হোসেন প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।