ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: তেল, গ্যাস, চাল, পেয়াঁজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গাব্রিজ এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা পুলিশি বাধার মুখে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ সভাপতি কংচারী মগ, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কোহেলি দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।