বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিদাস বড়াল ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইনস্যুরেন্স ডেভলপমেন্ট ও রেগুলেটরি অথরিটি বাংলাদেশ (আইডিআরএ)-এর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসেসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ, ইনস্যুরেন্স ডেভলপমেন্ট ওরেগুলেটরি অথরিটি বাংলাদেশ (আইডিআরএ)-এর সদস্য গোকুল চন্দ্র দাস।
অনুষ্ঠানে এক হাজার কৃষকের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এনটি