ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

বাগেরহাট: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আপনাদের সাজানো গোছানো সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের সরুই দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিতাই রায় বলেন, আন্দোলনে সময় লাগবে মাত্র ১০ দিন।

আপনাদের মনে আছে সেই দুনিয়া কাপানো ১০ দিনের কথা। লেলিনের নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব ঘোষণার ১০ দিনের মধ্যে বিশাল সাম্রাজ্য ভেঙ্গে প্রতিষ্ঠা হয়েছিল জনগণের সরকার। বাংলাদেশেও বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মঞ্জু, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সহ সভাপতি ওহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা নারী দলের আহ্বায়ক শাহিদা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।