ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কুবি ছাত্রদলের ৩ নেতাকর্মীসহ আটক ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, জানুয়ারি ১, ২০১৮
কুবি ছাত্রদলের ৩ নেতাকর্মীসহ আটক ১০

কুবি: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার প্রস্তুতি নেওয়ার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের তিন নেতাকর্মী ও স্থানীয় সাত কর্মীসহ ১০ জনকে আটক করছে পুলিশ। 

সোমবার (০১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শালবন বিহারের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম, একই বিভাগের আতিকুর রহমান এবং মো. ইউসুফ।

এছাড়াও ছাত্রদলের স্থানীয় সাত নেতাকর্মীকে আটক করা হয়। তাদের নাম জানা যায়নি।

কোটবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) নাহিদ আহমেদ বাংলানিউজকে জানান, আটকরা পুলিশের অনুমতি ছাড়া শোভাযাত্রা করার প্রস্তুতি নিচ্ছিলো। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।