ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিশ্বের কোনো দেশ খালেদা জিয়াকে সমর্থন করে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
বিশ্বের কোনো দেশ খালেদা জিয়াকে সমর্থন করে না কম্বল ও নগদ অর্থ বিতরণ করছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিশ্বের কোনো দেশ খালেদা জিয়াকে সমর্থন করে না। অবৈধ অস্ত্র ব্যবসায়ী মাদক চোরাচালানী ছাড়া তাদের পক্ষে কেউ আছে বলে মনেও হয় না। 

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল ও নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার সময় বঙ্গবন্ধু কন্যা দেশে ছিলেন না।

ছয় বছরের মাথায় তিনি দেশে আসলেন। ২১ বছর পর ক্ষমতায় এসে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন।  

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী বলেন, আপনি কি আপনার স্বামী হত্যার বিচার করেছেন? করেন নাই। যে বিচার এরশাদ সরকারের আমলে হয়েছে, সে বিচার হলো ‘ইন্ডেমনিটি ইন দ্যা আর্মি’। জিয়াউর রহমান হত্যার বিচার মামলা এখনো চট্টগ্রাম কোর্টে পেন্ডিং আছে। আপনি কিংবা আপনার ছেলে কেউই মামলার টেকআপ করেন নাই। এজন্য এ মামলার বিচার এগোয় নাই।

এসময় মন্ত্রী উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারণ জনগণের মধ্যে পাঁচ হাজার ২০৮ জন ও বিভিন্ন বিদ্যালয়ের দুই হাজার ৪৯০ জন শিক্ষার্থীদের মধ্যে কম্বল এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গনি, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।