ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিংড়ায় গাড়ি ভাঙচুর মামলায় ২ যুবদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
সিংড়ায় গাড়ি ভাঙচুর মামলায় ২ যুবদল নেতা গ্রেফতার

নাটোর: নাটোরের সিংড়ায় উপজেলায় গাড়ি ভাঙচুর মামলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (৪২) ও  যুবদল নেতা  রুবেলকে (২২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ জানুয়ারি) দিনগত রাত আটটার সময় পৃথক অভিযানে হাবিবুরকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে এবং রুবেলকে খেজুরতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া হাবিবুর রহমান উপজেলার বাহার উদ্দিনের ছেলে এবং রুবেল একই উপজেলার খেজুরতলা এলাকার আফজাল ড্রাইভারের ছেলে।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৫ সালের বিশেষ ক্ষমতা আইনের (গাড়ি ভাঙচুর) একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে জানান ওসি ডিবি।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।