ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কুষ্টিয়া: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভয় পেলে সরকার নির্বাচনই দিতো না। সংবিধান অনুযায়ী যখন যে নির্বাচন করার সময় তখনই সে নির্বাচন করা হচ্ছে।
রোববার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় সহায়ক সরকার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আট বছর ধরে সহায়ক সরকারের কোনো রূপরেখা, সাংবিধানিক ব্যবস্থা বা স্থায়ী কোনো সমাধানের প্রস্তাব বিএনপি জাতির কাছে উত্থাপন করতে পারেনি।
২০১০ সালে নির্বাচনের আগে বিএনপি যে কথা বলেছিল, ২০১৮ সালের শুরুতেও একই কথা বলছে। বরং বিএনপি জাতীয় নির্বাচনের আগে সহায়ক সরকারের কোনো রূপরেখা না দিয়ে সারাদেশে হত্যা, খুন, সংঘর্ষ ও তাণ্ডব চালিয়েছে। এটা বিএনপির চক্রান্ত ও রহস্যের রাজনীতি।
এসময় জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।