ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনুপ্রবেশের বিষয়ে কাদেরের ওপর আস্থা তোফায়েলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
অনুপ্রবেশের বিষয়ে কাদেরের ওপর আস্থা তোফায়েলের সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-ছবি-বাংলানিউজ

ঢাকা: আওয়ামী লীগে অনুপ্রবেশ করার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ইন্দোনেশিয়ার রাষ্টদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তোফায়েল আহমেদ গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বলেন, দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল হলে নাকি রফতানি কমবে।

অনেক দেশ আছে যারা রফতানি না করেও উন্নয়নশীল।

তিনি বলেন, ২০২১ সালে আমাদের রফতানি হবে ৬০ বিলিয়ন ডলারের বেশি। চলতি বছর হবে ৩৭ বিলিয়ন ডলার। দেশ উন্নয়নশীল হলে রফতানি ও বিনিয়োগ দুটোই বাড়বে।  

তিনি বলেন, আগামী ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো আসবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ২৮ জানুয়ারি দুই দেশের বাণিজ্যমন্ত্রী অগ্রাধিকার ভিত্তির বাণিজ্য চুক্তিতে সই করবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ৮ শতাংশ ভোট পেলে তাদের নির্বাচনে আসতে অসুবিধা কোথায়।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।