ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগে মানুষ রাস্তা করতে বলতো, এখন বলে পার্ক করতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আগে মানুষ রাস্তা করতে বলতো, এখন বলে পার্ক করতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এক সময় মানুষ শুধু বলতো, একটা রাস্তা করে দেন, একটা ব্রিজ বা কালভার্ট করে দেন। কিন্তু এখন মানুষ বলছে, নদীর পাড় দিয়ে একটা ওয়াক-ওয়ে করে দেন। একটা পার্ক করে দেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলেই দেশের মানুষের প্রাথমিক চাহিদা পূরণ হয়েছে। তাই মানুষ এখন শুধু  বিনোদনের কথা বলে।

 

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট লঞ্চঘাট থেকে মহাজনপট্টি পর্যন্ত সড়ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের ঐক্যের প্রয়োজন। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে তার দেয়া প্রার্থীকে বিজয়ী করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সোনার বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

এসময় জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।