ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আদালতের রায় অমান্যকারীদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আদালতের রায় অমান্যকারীদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করছেন ওবায়দুল কাদের-ছবি-বাংলানিউজ

সাভার: খালেদা জিয়ার রায় ঘোষণা নিয়ে বিএনপি নানা হুমকি দিচ্ছে। রায় বিপক্ষে গেলে তারা সারাদেশে আন্দোলন করবে, সহিংসতা করবে বলে হুমকি দিচ্ছে। যারা আদালতের রায় মানে না, আদালতের বিরুদ্ধে যায়, তাদের হাতে গণতন্ত্র ও দেশের বিচার ব্যবস্থা নিরাপদ নয়।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুরে আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এসময় তিনি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আওয়ামী লীগ মনোনয়ন দেবে বলে জানান।

মন্ত্রী আরও বলেন, দেশের আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও সংসদ সদস্যরাও বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছেন। তাহলে বিএনপি কিভাবে বলে আদালত স্বাধীন নন।  
 
আঞ্চলিক মহাসড়ক উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমরসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।