বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সকল গণতান্ত্রিক দলের অংশগ্রহণে সংবিধান অনুযায়ী দেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করা সরকারের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগসহ ১৪ দল চায় দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগসহ ১৪ দল মেনে নেবে।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে সিরজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন।
দীর্ঘ ২০ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলা গণতান্ত্রিক উপায়ে বিচার হয়েছে। অনেকের সাজা হয়েছে। অনেকে খালাস পেয়েছেন। কিন্তু এ নিয়ে আওয়ামী লীগ আন্দোলনের নামে রাস্তায় জ্বালাও পোড়াও করে জনগণের জানমালের ক্ষতি করেনি। স্বাধীন বিচারালয়ে দুর্নীতির মামলায় কারো সাজা হলে তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু তা নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ পিপিএম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।