সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
সরকারের বিরুদ্ধে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছে উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের লড়াই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে।
আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে বিভিন্ন মহলে বিএনপির নেতৃত্ব নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। চেয়ারপারসন পদে কে তার বিকল্প হতে পারে এ নিয়েও চলছে কথা-বার্তা।
এসব গুঞ্জনের প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। এখানে হতাশার কোনো সুযোগ নেই, সূর্য উঠবেই।
একনায়ক দীর্ঘদিন টিকে থাকতে পারে না জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আজকে যখন তারা দেখলো জনগণ তাদের সঙ্গে নেই, নিরপেক্ষ নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। তখন তারা সংবিধানে সংশোধনী এনে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।
‘আমরা বারবার বলছি যে, মাঠ সমান করো, সংসদ ভেঙে দাও, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করো, দেখবে জনগণ গণেশ উল্টিয়ে দেবে। জনগণ যাদের সঙ্গে থাকে, তাদের কোনো ভয় নেই। জনগণের কাছেই আমাদের যেতে হবে। তাদের আন্দোলনে আনতে হবে। তারা রাজপথে নামলে আন্দোলন সফল হবে। তাই তাদের কাছে যেতে হবে তাদের বোঝাতে হবে। ’
বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখাই আওয়ামী লীগের রাজনীতির প্রধান কাজ দাবি করে ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সরাতে ‘মিথ্যা মামলা’ দিয়েছে এ সরকার। তারা ভেবেছে, খালেদাকে দূরে রাখতে পারলে তাদের মাঠ পরিষ্কার। তাই তারা একটা ‘মিথ্যা মামলা’য় খালেদা জিয়াকে সাজা দিতে চায়। এখনও মামলায় আইনজীবীদের যুক্তিতর্ক বাকি আছে, যুক্তিতর্ক বাকি থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে মামলার রায়ের দিন দেওয়া হয়েছে। এসব করে খালেদাকে কোনো মতেই পরাজিত করা যাবে না।
তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বৃদ্ধ হয়ে গেছি। আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলাম এবং আছি। আপনারা তরুণ, এখন সময় আপনাদের। আপনাদের জনগণের কাছে যেতে হবে। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে আছি। ’
সভার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ৮ ফেব্রুয়ারি একটি ‘সাজানো মামলার’ রায় হবে। যারা মামলা পরিচালনা করছেন, তারা বলেছেন সবকিছু সঠিক হলে রায়ে নেত্রী খালাস পাবেন, আর যদি ভিন্ন কিছু হয়, তা এ দেশের জনগণ মেনে নেবে না। ’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এএম/এইচএ/