ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে সমাবেশস্থলে আসছে মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
সিলেটে সমাবেশস্থলে আসছে মিছিল সিলেটের জনসমাবেশস্থলে লোকজন আসছে/ছবি: বাংলানিউজ

সিলেট: প্রায় দুই বছর পর সিলেটের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ ২০১৬ সালের ২১ জানুয়ারি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। অবশ্য ওই বছরের ২৩ নভেম্বর সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ভাষণ দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই মধ্যে সমাবেশস্থলে একের পর এক মিছিল আসতে শুরু করেছে।

  বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চ ও মাঠ খালি থাকলেও এর কিছুক্ষণ পর থেকেই জনসমাগম শুরু হয়।

নগরের চৌহাট্টা থেকে বেলা ১১টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি মিছিল সমাবেশস্থলে আসে।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বিয়ানীবাজার শাখা, বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং অ্যাসোসিয়েশন এমএজি ওসমানি মেডিকেল শাখা, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে মিছিল মাঠে প্রবেশ করে।  

এদিকে, নিরাপত্তার জন্য সমাবেশস্থলে সব ধরনের পোস্টার, ব্যানার নিয়ে প্রবেশ নিষেধ ঘোষণা দেওয়া হচ্ছে মঞ্চ থেকে।

বিকেল ৩টায় নগরের আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তিনি সিলেটে পৌঁছে মাজার জিয়ারত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঞ্চ ও সমাবেশস্থলেরর আশপাশ ছিল নেতাকর্মী-সমর্থকদের ব্যানার ফেস্টুনে ঘেরা। সেসব ব্যানার ফেস্টুন নামিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এখন সমাবেশ স্থলের আশপাশে রয়েছ কেবল শুভেচ্ছা তোরণ।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।