ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির তিন ও জামায়াতের-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।  
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলছে।

এর অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের দাবি, বিশেষ অভিযানের নামে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।  

তিনি এর তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতাকৃতদের মুক্তি দাবি করেছেন।

অন্যদিকে, মেহেরপুর পুলিশ সুপারের নির্দেশে জেলা সদর, গাংনী ও মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর, সিআর ও নিয়মিত মামলার আরো ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।