ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার রায় ঘিরে সিলেটে সর্বোচ্চ সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
খালেদার রায় ঘিরে সিলেটে সর্বোচ্চ সতর্কতা রাস্তায় পুলিশের তল্লাশি

সিলেট: খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সিলেটে সর্বোচ্চ সতর্ক থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) ভোর থেকেই মাঠে থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি বিবেচনায় প্রস্তুত রাখা হচ্ছে বিজিবিও।

এরইমধ্যে বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলার বিভিন্ন থানায় ২৬ জনকে এবং মহানগর এলাকায় ৪ জনকে আটক করা হয়েছে।

 

পুলিশের কর্মকর্তারা বলেছেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ব্যাহত হলে এবং কোনো ধরনের উশৃঙ্খলার রেশ থাকলেও অ্যাকশনে যাবে পুলিশ। রায় ঘিরে ওইদিন সিলেটের অলিগলিতে থাকবে পুলিশের উপস্থিতি। এরমধ্যে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে চৌকি বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মাদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে মহানগর পুলিশ। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে পোশাকে, সাদা পোশাকে ও টহল পুলিশ থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে পুলিশ অ্যাকশনে যাবে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, খালেদার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সিলেটের সবক’টি উপজেলায় সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে পুলিশ।  

রায়কে সামনে রেখে সাঁড়াশি অভিযান চালিয়ে জেলার ওসমানীনগরে ১৬ জনসহ বিএনপি-জামায়াত ও অংগসংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।  

এদিকে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশের পক্ষ থেকে বিজিবি রাখার প্রস্তাব করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকটি প্লাটুন বিজিবি প্রস্তুত থাকবে। প্রয়োজন হলে তাদের সাহায্য চাওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।