তিনি বলেন, সরকার অজানা ভয়ে বেসামাল হয়ে গেছে। এ জন্য সবদিকে আতঙ্ক তৈরি করেছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করে তিনি।
রুহুল কবীর রিজভী বলেছেন, সভা-সমাবেশ নিষিদ্ধ হলে র্যাব-পুলিশের মাঝখানে হুন্ডা মহড়া হয় কিভাবে? তারা কি আইনশৃঙ্খলা বাহিনী নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী? সরকার দলীয়রা বুক চিটিয়ে মোটর সাইকেল বহর নিয়ে যাচ্ছে। তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। এটা কি উসকানি নয়?’
রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জনতাকে ভয় পায়। দুঃশাসনের দৌরাত্ম ভয়ঙ্কর রূপ নিয়েছে। তারা জনতার আওয়াজ শুনলেই আঁতকে ওঠে। সরকারি বাহিনীর উন্মত্ত আচরণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
‘আইনশৃঙ্খলা বাহিনী অমানীষার কাল তৈরি করেছে। তারা জনতার উত্তাল ঢেউ প্রতিহত করার চেষ্টা করছে। কার পারপাস, কার স্বার্থ রক্ষা করা হচ্ছে? আমাদের বলার কিছু নেই। ’
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএইচ