ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এটি প্রধানমন্ত্রীর প্রতিহিংসার রায়: রিজভী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
এটি প্রধানমন্ত্রীর প্রতিহিংসার রায়: রিজভী

ঢাকা: দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজাকে সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসা রায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের আদেশের পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  

রিজভী বলেন, স্বামী হারা, সন্তান হারা হয়ে শুধুমাত্র জনগণ, দল এবং মানুষের জন্য তিনি কাজ করেছেন, জনগণের কথা বলেছেন তিনি।

এ রায় মনের মধ্যে পুষে রাখা দীর্ঘ বিষ এর বর্হিপ্রকাশ।  

এ রায়কে প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায় উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, সরকার একক কর্তৃত্ববাদী শাসন করবে, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে একদলীয় শাসন দীর্ঘায়িত করার জন্যই এ রায়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ঘৃণাভরে এ রায় প্রত্যাখ্যান করেছে। এ জনগণের আশা-আকাঙ্খার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এ রায় দেওয়া হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তিকে খুশি করার জন্য, ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত করা হয়নি। ন্যায় বিচারের ধারায় এ রায় হয়নি। শুধুমাত্র চাকরি রক্ষার্থে এ রায় দেওয়া হয়েছে। এ রায়ের প্রতি ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।