ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
চাঁদপুরে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর শহরের নতুন বাজার, প্রফেসর পাড়া, সদর উপজেলার লক্ষ্মীপুর বহরিয়া বাজার ও হামইচর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশ বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নতুন বাজার মোড় এলাকায় বিএনপি কর্মীরা একত্রিত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় ওই এলাকার যমুনা হাসপাতালের বাইরের অংশের ৮ থেকে ১০টি গ্লাস ভেঙে যায়।

এদিকে, পুলিশকে লক্ষ্য করে বিএনপির কর্মীদের ছোড়া ৬টি ককটেলের মধ্যে দু’টি বিস্ফোরিত হলেও বাকি ৪টি পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়।

যমুনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুর রহমান বাংলানিউজকে জানান, বিএনপির কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপের কারণে হাসপাতালে ব্যাপক ভাঙচুর হয়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মতলব উত্তর থানা পুলিশ ৪, মতলব দক্ষিণ ৪, চাঁদপুর মডেল থানা ৫, ফরিদগঞ্জ ১৪, হাইমচর ১, শাহরাস্তি ১ ও কচুয়া থানা পুলিশ ১ বিএনপি কর্মীকে আটক করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি বাংলানিউজকে জানান, নতুন বাজার মোড়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দিক থেকে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ ধাওয়া করে কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়লে তারা পালিয়ে যান।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বাংলানিউজকে জানান, উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে এবং ৮টি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারিকে আটক করে।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বাংলানিউজকে বলেন, সারা জেলায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এছাড়া সারা জেলায় আইন-শৃঙ্খলা অবস্থা ভালো রয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল বাংলানিউজকে বলেন, সন্ধ্যা পর্যন্ত জেলার কোনো স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।