ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আপিলের পরে সাজা বেশি হওয়ারও উদাহরণ আছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
আপিলের পরে সাজা বেশি হওয়ারও উদাহরণ আছে বক্তব্য রাখছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: দুর্নীতি করলে উচ্চ আদালতে আপিলের পরে সাজা বেশি হয়েছে এমন উদাহরণও অনেক রয়েছে। খালেদা জিয়ার সামাজিক অবস্থান ও বয়সের বিবেচনায় ৫ বছরের সাজা হলেও হাইকোর্টে আপিল করলে সাজার মেয়াদ ১০ বছরও হতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরে আচমত আলী খান স্টেডিয়ামে মিনি আর্টিফিসিয়াল টার্ফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিয়া অরফানেজ স্ট্রাট দুর্নীতি মামলাটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মামলায় বর্তমান সরকারের কোনো হাত নেই।

আইন তার নিজস্ব গতিতে চলছে, এ মামলায় বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু আইনগত সহযোগিতা করেছে।

নৌমন্ত্রী আরো বলেন, মানুষকে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করে কখনোই গণতন্ত্র রক্ষা করা যায় না। বাংলার জনগণ খালেদার সঙ্গে নেই। তা-না হলে আদালতে ৫ বছরের সাজা হয়েছে, এমন অবস্থাতেও তার মুক্তির জন্য রাজপথে কেউ আন্দোলন করছে না। এতেই প্রমাণ হয়, জনগণ তার থেকে সরে গেছে।

শাজাহান খান বলেন, বিগত দিনে অন্য সরকারের আমলে কার্ফুর মধ্যেও আওয়ামী লীগ মিছিল করেছে। পুলিশ গুলি করেছিল, তখন একটি শিশু মারাও গেছে। কিন্তু তখনও আন্দোলন বন্ধ করতে পারেনি। আর, আজকে খালেদার পক্ষে আন্দোলন করার মতো রাজপথে কেউ নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।