ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

নোয়াখালীতে ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪০, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
নোয়াখালীতে ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৩

নোয়াখালী: নোয়াখালীর মাইজদীতে জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, নোয়াখালী পৌর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজল ও যুবদল কর্মী রবিউল ইসলাম।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান জানান, সকালে জেলা প্রেসক্লাব চত্বরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে বিএনপি। গণস্বাক্ষর কর্মসূচিতে আসার পথে তাদের গ্রেফতার করে পুলিশ।
 
সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, থানায় মামলা থাকায় জেলা ছাত্রদল সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।