ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘উইদাউট খালেদা নো ইলেকশন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
‘উইদাউট খালেদা নো ইলেকশন’ পল্টনে সংবাদ সম্মেলনে রিজভী/ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘খালেদা জিয়া ছাড়াও বিএনপি নির্বাচনে যাবে’- ওবায়দুল কাদেরের এ বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওনার বক্তব্যে মনে হয় উনি বিএনপির নীতিনির্ধারক। আমি বলে দিতে চাই, উইদাউট খালেদা নো ইলেকশন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এরশাদ আর কাদেরের বক্তব্যে মনে হচ্ছে, বিএনপিকে দূরে রেখে তারা আরও একটি প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে।

সেজন্য নানা ফন্দি-ফিকিরের মাধ্যমে খালেদা জিয়াকে আটকে রাখতে চাচ্ছে।

নির্দিষ্ট সময় পার হওয়ার পরও রায়ের কপি না দেওয়ায় বুঝতে বাকি নেই যে শেখ হাসিনার খুশি আর আনন্দের জন্যই খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।