ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চ্যারিটেবল মামলায় খালেদার জামিন একদিন বাড়লো 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
চ্যারিটেবল মামলায় খালেদার জামিন একদিন বাড়লো 

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার এ মামলায় শুনানি অনুষ্ঠিত হবে। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজার কারা অধিদফতরের মাঠে স্থাপিত বিশেষ আদালতে জামিন বাড়ানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।  

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা তার বিরোধিতা করেন।

কিন্তু আদালত তা নাকচ করে দেন।  

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজাক খান জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রোববার পর্যন্ত খালেদা জিয়া জামিনে ছিলেন। কিন্তু তা বাড়ানোর জন্য আবেদন করা হয়।  

আদালত তা মঞ্জুর করে সোমবার পর্যন্ত দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ওইদিনই এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।