ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপির বিক্ষোভ সমাবেশ-ছবি-বাংলানিউজ

বরিশাল: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও রাজধানীতে কালো পতাকা মিছিলে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল জেলা ও নগর বিএনপির আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির বরিশাল দক্ষিণ জেলার সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বরিশাল উত্তর জেলা শাখার সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে এবায়েদুল হক চাঁন বলেন, খালেদা জিয়াকে হেয় করতে সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দিয়েছে। এই সরকার স্বৈরাচারী এরশাদের চেয়েও দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। দেশে এখন বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নেই।  

জনতাকে সঙ্গে নিয়ে খালেদা জিয়াকে কারামুক্ত করতে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে বিএনপির কর্মসূচি চলাকালে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।