ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
ফেনীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম আহত ছাত্রলীগ নেতা

ফেনী: ফেনীতে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনী পৌর ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাসানকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বুধবার (২৮ ফেব্রুয়রি) বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ফেনী জেলা যুবলীগ নেতা মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে প্রত্যক্ষদর্শী শহরের বারাহীপুর ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ম সম্পাদক হৃদয়ের বরাত দিয়ে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে হাসান ফেনী সরকারি কলেজ ক্যাম্পাসে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইয়াবা ব্যবসায়ী তানভীর হানাফী ও বায়জিদ হীরাসহ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় তারা ধারালো চাইনিজ কুড়াল, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

খবর পেয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা আহত ছাত্রলীগ নেতা হাসানকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

ফেনী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শহীদুল্লাহ জানান, আহতের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আহত ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান জানান, হামলাকারীদের এর আগে তিনি ইয়াবা ব্যবসা করতে বাধা দিয়েছিলেন। তার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
এইচডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।