ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইবির সেই ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
ইবির সেই ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ফয়সাল সিদ্দীকি আরাফাত

ইবি: অবশেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাবেক কমিটির সহ সম্পাদক ফয়সাল সিদ্দীকি আরাফাতের। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, ২০১৬ সালের ৩০ মার্চ ধর্মীয় প্রতিষ্ঠানের দেয়াল ভাঙচুরের দায়ে ফয়সাল সিদ্দিকী আরাফাতকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

আরাফাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের অনুসারী।  

এদিকে, বুধবার রাতে আরাফাতের বহিষ্কারাদেশ নিশ্চিত হওয়ায় ক্যাম্পাসে মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আরাফাতের অনুসারী ছাত্রলীগ কর্মীরা।  

দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিজের গ্রুপের কর্মীদের হট্টোগোলের একপর্যায়ে তিনি চেয়ার ছুড়ে মারেন। এতে সেখানে অবস্থিত মন্দিরের জানালার কিছু অংশ ভেঙে যায়।

এর জেরে ৩০ মার্চ মধ্যরাতে আরাফাতকে বহিষ্কার করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।