ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থী ছয় মেয়র প্রার্থী

ময়মনসিংহ: আগামী ২৯ মার্চ ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দু’জন প্রার্থীসহ মেয়র পদে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।

আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল আলম ভূঞা ও বিএনপি থেকে মোহাম্মদ আব্দুল হামিদ।  

একই পদে বাদ বাকি প্রার্থীরা হলেন- উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাদিম আহমেদ ও সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ।

শনিবার (৩ মার্চ) জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুব আলম শাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ নির্বাচনে মোট ভোটার ১৪ হাজার ৪২৭ জন। নবগঠিত এ পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৬ জন ও ৩টি সংরক্ষিত আসনে ১০জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

আগামী সোমবার (৫ মার্চ) মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১২ মার্চ প্রত্যাহার ও ১৩ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।