বুধবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার ৫ নং আমলী আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকি বিল্লাহ জামিন আবেদন খারিজ করে দেন।
খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদাত জানান, আমরা খালেদার পক্ষে আবেদন করেছিলাম।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৮ জনের মৃত্যু হয়। এ অভিযোগে বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখকরে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার মামলা দায়ের করেন। এই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৬ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া পুলিশ।
**স্থগিতাদেশ প্রত্যাহারে খালেদার আবেদন
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসএইচ