বৃহস্পতিবার (১৫ মার্চ) আওয়ামী লীগের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সফরে প্রতিনিধি দলটি কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করবে। সর্ব ভারতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার পর রাহুলের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের এটাই হবে প্রথম বৈঠক।
এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ২১ এপ্রিল ভারত যাচ্ছে আরও একটি প্রতিনিধি দল। ২৭ এপ্রিল পর্যন্ত ভারত সফর করবে ২২ সদস্যের এ প্রতিনিধি দল; যার নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমএ/