শুক্রবার (১৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, রাষ্ট্র পরিচালনায় যতদিন পর্যন্ত পেশাজীবীদের অংশীদারিত্ব দেওয়া না হবে ততোদিন পর্যন্ত রাষ্ট্র গণমুখী হতে পারবে না।
তিনি বলেন, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিবর্তন করে পেশাজীবীদের আইন প্রণয়নে অংশ গ্রহণের বিধান চালু করা জরুরি। এ লক্ষ্যে আমরা জাতীয় সংসদের উচ্চ কক্ষ গঠনের দাবি জানিয়ে আসছি। সেখানে আইন প্রণয়ন ও নীতি নির্ধারনে পেশাজীবীদের ভূমিকা নিশ্চিত হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি তানিয়া রব।
কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান স্বপন, জেএসডি নেতা হারুন ডিলার, বাবুল মুন্সী ও রিয়াজ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এসআর/আরআইএস/