শনিবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তাদের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তর করা।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন,তোমাদের মুখে জয়বাংলা স্লোগান ও বুকে বঙ্গবন্ধুর জীবন চরিত্র ধারণ করতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জজ মিয়া, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এইচ এম মেহেদী হাসান, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল প্রমুখ।
এসময় প্রতিমন্ত্রী ১২০০ শিক্ষার্থীর মধ্যে মুজিব গ্রাফিক নোভেল বই তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসআই