ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
কুমিল্লায় ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১ হাসপাতালের জরুরি বিভাগ/ছবি: বাংলানিউজ

কুমিল্লা: ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতাবস্থায় তানভীর নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।

রোববার (১৮ মার্চ) বিকেল পৌনে ৩ টার দিকে সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত সেন্ট্রাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু ইউসুফ নামে এক মেডিকেল শিক্ষার্থী ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষ হয়।

সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় কেউ আটক করা হয়নি। তবে তানভীর নামে এক শিক্ষার্থীকে মারধর করা হচ্ছিলো তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।