সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী আলাউদ্দীনসহ ১৮ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা দায়রা ও জজ সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল বিশ্বাস বাংলানিউজকে জানান, কালিগঞ্জ থানার জিআর ২৯১/১৭ নম্বর মামলায় কাজী আলাউদ্দীন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলামসহ ১৮ নেতাকর্মী নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। এ সময় বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গণি এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।