বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আমির খসরু বলেন, সরকারের দুর্বলতা কতটা নিচে নেমে গেছে যে, ক্ষমতায় টিকে থাকতে তাদের এখন উন্নয়নের মিছিল করা লাগছে।
বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি জানিয়ে তিনি বলেন, ক্ষমতার নিরাপত্তাহীনতা থেকে উন্নয়নের মিছিল করছে আর নৌকায় ভোট চাচ্ছে। উন্নয়নটা কাদের হয়েছে, তাদের হয়েছে। তাদের দলের হয়েছে। বাংলাদেশের কোনো উন্নয়ন নেই। সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয়নি। বরং তাদের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে। কমে গেছে মানুষের ক্রয়ক্ষমতা।
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ বিদ্যুতের মূল্য ৭ গুণ বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে ৪ গুণ। একদিকে ব্যাংক লুট, শেয়ারবাজার লুট করছে আর সেই লুটের টাকার ঘাটতি পূরণ করা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এএম/এএ