ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শুধু আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
শুধু আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনাসভা। ছবি: বাংলানিউজ

ঢাকা: শুধু আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। এর সঙ্গে আরও কিছু করতে হবে। আর এটা করতে হবে ছাত্রদল, যুবদল ও বিএনপির কর্মীদের।  

বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।  

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দু’টি পথ খোলা আছে।

একটি হলো আইনের পথ, আর অপরটি রাজপথ। রাজপথে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তবে যুবদল, ছাত্রদল ও বিএনপির কর্মীরা যাবে রাজপথে।  

‘বর্তমান অর্থনৈতিক সংকটের কারণ হলো, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। নির্বাচন যত কাছে এগিয়ে আসবে, পাচারের পরিমাণ ততই বাড়োবে। কারণ সুষ্ঠু নির্বাচন হলে কারো কারো পরাজয় অবধারিত। সেজন্য নিজেদের নিরাপত্তার জন্য তারা আগে থেকেই ব্যবস্থা করে রাখছে’।  

তিনি আরও বলেন, আজকে দেশে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদ ইত্যাদি রয়েছে শুধু খাতা কলমে। আজকে স্বাধীনতার চেতনা হলো, সবদলকে নিশ্চিহ্ন করে একদলীয় শাসন কায়েম করা! মুক্তিযুদ্ধের চেতনা হলো, দেশে গণতন্ত্রের প্রয়োজন নেই! কোনো বিরোধী দলের প্রয়োজন নেই! এখন দেশের মানুষই বিচার করে দেখুক, আমরা কি এসবের জন্য স্বাধীনতা চেয়েছিলাম।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদিন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান, বিলকিস ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহ-সভাপতি আজিজুর রহমান লেবু কাজী প্রমুখ।   

বাংলাদেশ সময় : ১৯৪৫, মার্চ ২২, ২০১৮
এমএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।