ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির বক্তব্য যথার্থ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
বিএনপির বক্তব্য যথার্থ নয়

গাজীপুর: ক্ষমতায় থাকলে আরো আগে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতো, বিএনপি’র এমন বক্তব্য যথার্থ নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (২৪ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পৌর পার্কে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের যৌথ আয়োজনে শিশু শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।  

তিনি বলেন, জিয়াউর রহমান ছয় বছর এবং খালেদা জিয়া দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন।

তাদের সময় রাষ্ট্র কী উন্নয়ন করেছে তার হিসাব নিলেই বোঝা যাবে, তাদের কথার কোনো যথার্থতা রয়েছে কি-না। ওই সময়ে দেশে কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি হয়নি। কাজেই তারা ক্ষমতায় থাকলে এটা হওয়া সম্ভব ছিলো না।  

কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মুরাদ কবীর, বিআরডিপি চেয়ারম্যান সরকার মোশারফ হোসেন জয়, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।