ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
খাগড়াছড়িতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু   খাগড়াছড়িতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু  

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী মো. রাসেল (১৭) মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
এর আগে শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় মিলনপুর এলাকায় রাসেলকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত।

রাসেল খাগড়াছড়ি সদরের কদমতলী হরিনাথ পাড়ার মো. নূর হোসেনের ছেলে এবং খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী।
 
রেজাউল করিম জানান, চট্টগ্রাম নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।  
 
জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা জানান, সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  
 
এ ঘটনার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘন্টা, মার্চ ২৪, ২০১৮
এমআরএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।