সোমবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
অাহতরা হলেন- শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখের হোসেন আখি ও কালিন্দী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন।
এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম বাংলানিউজকে বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন আখিসহ আমাদের নেতাকর্মীরা। এসময় মডেল থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হাসান বিপ্লবের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে হামলাকারীদের লাঠির আঘাতে আখি গুরুতর আহত হন।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হাসান বিপ্লব বাংলানিউজকে বলেন, কথা কাটাকাটি এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে আখি দৌঁড়ে একটি চলন্ত সিএনজি অটোরিকশায় ওঠার চেষ্টা করেন। এসময় চলন্ত সিএনজির ধাক্কায় তার মাথা ফেটে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি